বেশ কয়েকমাস থেকে আমাদের কিছু পাঠক অভিযোগ করছেন যে, মুগ্ধবাংলার কিছু কমিকস অন্যান্য মাধ্যমে গোপনে শেয়ার হচ্ছে। কিছু টেলিগ্রাম চ্যানেল/গ্রুপ এবং আন্ডারগ্রাউন্ড সাইটে ফ্রিতে প্রাপ্ত কমিকসগুলি শেয়ার করে নিজের রেপুটেশন ও ক্রেডেবিলিটি বাড়াচ্ছে বেশ কয়েকজন সদস্য। আমি বিষয়টিকে অগ্রাহ্য করে গেছি, কারণ মুগ্ধবাংলার পুরাতন অনেক কমিকস আমি বিভিন্ন গ্রুপে দেখতে পেলেও নতুন কমিকসগুলি দেখতে পাইনি যেগুলিতে ইউজারনেম ওয়াটারমার্ক রয়েছে। তাই অভিযোগকারীদের নমুনা দেখাতে বলি, বিশেষ করে ওই ওয়াটারমার্কবিশিষ্ট কমিকসের নমুনা চাই। কিন্তু তারপর অভিযোগকারীরা আর যোগাযোগ করেনি। আমি ধরেই নিয়েছিলাম যে, হয়ত কমিকস ডাউনলোড না করতে পেরে মিথ্যা অভিযোগ করছে। কিন্তু দিনকয়েক আগে একটি নমুনা আমার হাতে লাগে যেখানে নতুন একটি কমিকসের ওয়াটারমার্ক মুছে ফেলে শেয়ার করা হয়েছে। সম্ভবত এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। দূর্ভাগ্যবশতঃ কমিকসটি যারা ডাউনলোড করেছেন, তাদের মধ্যে পেইড মেম্বারদের সঙ্গে একাধিক ফ্রি মেম্বার রয়েছেন এবং আমার সন্দেহ, ওই ফ্রি মেম্বারদের কেউ কাজটি করেছেন। এমতাবস্থায়, ওই ফ্রি মেম্বারদের সবাইকে ব্যান করে দিলে হয়ত সমস্যা না মিটে আরও জটিল হয়ে উঠবে। তাই সিদ্ধান্ত নিলাম, এখন থেকে ফ্রি মেম্বাররা শুধুমাত্র কমিকস পড়তে পারবেন, তবে ডাউনলোড করতে পারবেন না কোনোওমতেই। ডাউনলোড অপশন শুধু পেইড মেম্বারদের জন্য দেখা যাবে। যদি কেউ ওই মহাশয়কে প্রমাণসহ আইডেনটিফাই করে আমাকে জানাতে পারেন, তবেই ফ্রি ডাউনলোড অপশন চালু করব। নচেৎ এখন থেকে ফ্রি মেম্বাররা কমিকস পড়তে পারবেন, তবে ডাউনলোড করতে পারবেন না। আর যদি এর পরও কমিকস যথেচ্ছ শেয়ার হচ্ছে দেখতে পাই, তবে সাইটটিকে একদম পেইড করে দেব। এটা আমার শেষ সিদ্ধান্ত।
ফ্রি ডাউনলোড বন্ধ
26th January, 2025 7:08 PM
Comments
No Comments!